তবকপুর ইউনিয়ন
বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৭৮।
উলিপুর উপজেলা সদর হতে বা দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬০৩৮ একর বা ২৪.৪৫ বর্গকিলোমিটার।
তবকপুর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
গ্রামসমূহ হল —
১. সাদুল্যা,
২. উমানন্দ,
৩. তবকপুর,
৪. কিসামত তবকপুর, পুড়ির পটল
৫. বড়ুয়া তবকপুর, শ্রীবল্লভ
৬. দক্ষিন সাদুল্যা, দক্ষিন উমানন্দ
৭. বামনাছড়া (উত্তর),
৮. খামার তবকপুর,
৯. বামনাছড়া (দক্ষিন),
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তবকপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৫২৪৫ জন, যারা ৯৫৪৭ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৭১৪২ জন এবং নারী হল ১৮১০৩ জন।
তবকপুর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৮.০%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৩.৯% এবং পুরুষ শিক্ষার হার ৫২.৩%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
তবকপুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস